ধর্মশালা: শনিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পিচে ভালই বাউন্স থাকবে। ভারতীয় দলের পক্ষ থেকে পিচ নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। আজ এমনই জানালেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিউরেটর সুনীল চৌহান। তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত আমাকে কেউ পিচ নিয়ে কোনও নির্দেশ দেয়নি। আমি বরাবরই এই পিচের চরিত্রের কথা মাথায় রেখেই উইকেট তৈরি করেছি। এই টেস্টের পিচে বাউন্স থাকবে। যে ব্যাটসম্যানরা পুল ও কাট শট ভাল খেলতে পারেন, তাঁদের কথা মাথায় রেখেই এই উইকেট তৈরি করা হয়েছে। এই মাঠেই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে শতরান করেছেন রোহিত শর্মা।’


চৌহান আরও বলেছেন, উইকেটের বাঁধন যাতে আলগা না হয়ে যায়, তার জন্য প্রতি মরসুমে পিচের উপরের মাটি বদল করা হয়। লুধিয়ানা থেকে বিশেষ মাটি আনা হয়। এই মাটি উইকেটের বাঁধন ধরে রাখতে সাহায্য করে। ধর্মশালায় সবসময় ম্যাচের ফলাফল হয়। এবারের রঞ্জি ট্রফিতে চতুর্থ দিনের লাঞ্চের সময় ম্যাচ শেষ হয়েছে। বাংলার পেসার অশোক দিন্দা এবং মধ্যপ্রদেশের পেসার ঈশ্বর পাণ্ডে অনেক উইকেট পেয়েছেন। সেই ধারাই বজায় থাকবে।