মেলবোর্ন: মাইকেল ক্লার্কের পর এবার ভারতের অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেছেন, ‘কোহলি একজন অসাধারণ নেতা। ও দল এবং গোটা দেশের ভার নিজের কাঁধে তুলে নেয়। আমার ভয় হচ্ছে, ও হয়তো ধর্মশালাতেই বড় রান করবে।’
চলতি সিরিজে বিরাটকে নিয়ে একের পর এক বিতর্ক প্রসঙ্গে গিলক্রিস্টের বক্তব্য, ‘এই সিরিজটা অন্যরকম হচ্ছে। সিরিজ শেষ হলে দু দলই ভাবতে পারে, অন্যরকম কথা বলা যেত। ২০০৮ সালের সিরিজে যেভাবে মাঙ্কিগেট বিতর্ক হয়েছিল, এবার সেই ঘটনার পুনরাবৃত্তি না হলেই খুশি হব। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে বিতর্কের ইতিহাস আছে। তবে শেষপর্যন্ত দু দলই একে-অপরকে সম্মান করে। কারণ, দু দলই দারুণ প্রতিদ্বন্দ্বী।’
চলতি সিরিজে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে আরও অনেকের মতো তিনিও অবাক হয়েছেন বলে জানিয়েছেন গিলক্রিস্ট। তাঁর বক্তব্য, অনেকেই এই সিরিজের ফল নিয়ে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁরা গর্বিত। অনেকেই বলছেন, ২০০১ সালের পর এটাই ভারতের মাটিতে সেরা টেস্ট সিরিজ।
বিরাট কোহলি অসাধারণ নেতা, বলছেন গিলক্রিস্ট
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2017 05:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -