নয়াদিল্লি: বাঁহাতের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। সেই চোট সারিয়ে দলে ফিরেছেন তিনি। কিন্তু তাঁর ব্যাটে সেভাবে রান আসছে না। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে ফেরাই লক্ষ্য শিখরের। উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।
হরভজন সিংহ মনে করেন, সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে কামব্যাক ম্যান শিখরের অবদান অধিনায়ক বিরাট কোহলি বা সহ অধিনায়ক রোহিত শর্মার মতোই গুরুত্বপূর্ণ।
বর্ষীয়ান অফস্পিনার হরভজন বলেছেন, ‘ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত ও শিখর। ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনিং জুটি হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছেন। এক্ষেত্রে শিখরের অবদান কোহলি বা রোহিতের মতোই গুরুত্বপূর্ণ। টি ২০ বা ৫০ ওভার, যে কোনও ফর্ম্যাটেই ভালো ক্রিকেটার শিখর। রোহিত শর্মার সঙ্গে ওপেনার হিসেবে শিখরের চেয়ে ভালো কেউ নেই বলে আমার মত। আগামী ২-৩ বছর ও যদি ফিটনেস নিয়ে কাজ করে তাহলে ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে বলে আমি মনে করি’।
ভারতের প্রাক্তন প্লেয়ার ইরফান পাঠান বলেছেন, হার্দিক পান্ড্যের অনুপস্থিতিতে রবীন্দ্র জাডেজা খুবই ভালোমানের ব্যাক-আপ অলরাউন্ডার। ইরফান বলেছেন, ‘আইপিএলে এবং বিশ্বকাপে গুরুত্বপূ্র্ণ ইনিংস খেলেছে জাডেজা। একথা মাথায় রাখতে হবে যে, হার্দিক ফাস্ট বোলিং অলরাউন্ডার। তাই তার চোট পাওয়ার আশঙ্কা থাকেই। তাই ভারতীয় দলে ব্যাক-আপ অলরাউন্ডারের প্রয়োজন, যে হার্দিকের জায়গায় আসতে পারে এবং বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। হার্দিক ও জাডেজাকে ছয় নম্বরে নামালে ওরা ওদের কাজটা করে দিতে পারবে বলে আমি নিশ্চিত’।
এই প্রসঙ্গে ইরফান ব্যাটিং ও বোলিং ছাড়াও জাডেজার ফিল্ডিংয়ে দক্ষতার কথাও উল্লেখ করেছেন।