বালাসোর:  ভারতের অস্ত্রসম্ভারে নয়া 'অস্ত্র'।   দেশীয় প্রযুক্তিতে তৈরি  অল-ওয়েদার বিয়োন্ড ভিস্যুয়াল রেঞ্জ বায়ু থেকে বায়ু অস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হল। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০ কিলোমিটার। একটি সুখোই এসইউ- ৩০এমকেআই যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়।
এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলাপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।





ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে সোমবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়।
প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। রাডার ও ইলেক্ট্রো-অপটিক্যাল ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটির দিকে নজর রাখা হয়েছিল।
স্বল্প ও দূরপাল্লা সহ বিভিন্ন পাল্লা ও উচ্চতায় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম অস্ত্র।
ডিআরডিও অস্ত্র ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ তৈরির পরিকল্পনা করছে বলে খবর, যার পাল্লা হতে পারে ৩০০ কিলোমিটার।