মুম্বই: আজ ওয়াংখেড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত নজির গড়লেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তিনি ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১,০০০ রান করলেন। এর আগে সচিন তেন্ডুলকর (৩,০৭৭ রান), রোহিত শর্মা (২.০৪৭ রান), বিরাট কোহলি (১,৭২৭ রান) ও মহেন্দ্র সিংহ ধোনি (১,৬৬০ রান) করেন।
এদিন ৯১ বলে ৭৪ রান করেন ধবন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও একটি ছক্কা। ভারতের অন্য কোনও ব্যাটসম্যান অর্ধশতরান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান লোকেশ রাহুলের (৪৭)। ধবন-রাহুল জুটিতে যোগ হয় ১২১ রান। তাঁরা ফিরে যাওয়ার পর অন্য ব্যাটসম্যানরা বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ভারতীয় দল ২৫৫ রানে অলআউট হয়ে যায়।
ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১,০০০ রান ধবনের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2020 07:57 PM (IST)
এদিন ৯১ বলে ৭৪ রান করেন ধবন। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি ও একটি ছক্কা।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -