লন্ডন: দ্য ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসেই রেকর্ডের ছড়াছড়ি ভারতের। অজিদের বিরুদ্ধে সবথেকে সফল ওপেনারের তকমা অর্জন করে নিলেন দুই ভারতীয় ওপেনার। ২২ ইনিংসেই রোহিত-শিখর জুটি পৌঁছে গেল ১ হাজার ১৫২ রানে। এদিন ওভালে তাঁদের ১২৭ রানের পার্টনারশিপের সুবাদে তাঁরা ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা জুটি গর্ডন গ্রিনিজ ও ডেসমন্ড হেইন্সের রেকর্ড। একই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডেও সাফল্য পেলেন রোহিত ও শিখর।
এদিন দ্য ওভালে স্টার্ক, কামিন্স, নাইল, জাম্পা, ম্যাক্সওয়েলের বোলিংয়ের বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেন ‘ভারতীয় দলের গব্বর’। ১০৯ বলে শিখর ধবন করেন ১১৭ রান। তাঁর ইনিংস সাজানো ছিল ১৬টি চারে। বিশ্বকাপে নিজের তৃতীয় শতরানের সুবাদে ওয়ানডে কেরিয়ারে ১৬তম শতরানে পৌঁছেছেন শিখর ধবন। অতীতে বিশ্বকাপের মতো মঞ্চে তিনটির বেশি শতরানের রেকর্ড রয়েছে সচিন (৬টি) ও সৌরভের (৪টি)। এই তালিকায় তিন নম্বরেই চলে এলেন ধবন। ২০১৫ বিশ্বকাপে ২টি শতরান ছিল তাঁর। এবার প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় ম্যাচেই শতরান করে নজির গড়লেন তিনি।
অন্যদিকে সচিনের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নজির গড়লেন রোহিতও। কোনও একটি দলের বিরুদ্ধে সবথেকে দ্রুত ২ হাজার রান করার রেকর্ড এল রোহিত শর্মার ঝুলিতে। সেটাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। আজকের ৫৭ রানের ইনিংসের সুবাদে মাত্র ৩৭ ইনিংস খেলেই ৩২ বছরের ওপেনারের ঝুলিতে এল এই রেকর্ড। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুততম ২ হাজার রান করার রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টার ৪০ ইনিংস খেলে সেই মাইলফলকে পৌঁছেছিলেন। রোহিত একই মাইলফলে পৌঁছলেন ৩ ইনিংস কম খেলেই।