নয়াদিল্লি: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হল দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে। বাদ দেওয়া হয়েছে বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ময়ঙ্ক অগ্রবাল ও মহম্মদ সিরাজ।

এক বিবৃতিতে বিসিসিআই-এর কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানিয়েছেন, ‘সাম্প্রতিক ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই নির্বাচকরা জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট না সারায় ইশান্ত শর্মা ও হার্দিক পাণ্ড্যর নাম বিবেচনা করা হয়নি।’

এশিয়া কাপে না খেললেও, এই সিরিজে খেলবেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরু হবে রাজকোটে। হায়দরাবাদে দ্বিতীয় টেস্ট শুরু ১২ অক্টোবর থেকে।

১৫ সদস্যর ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, ময়ঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। Wes