কেপ টাউন: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের আগে ভারতীয় দলের জন্য মিশ্র খবর। একদিকে গোড়ালির চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন ওপেনার শিখর ধবন, অন্যদিকে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হল অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। তিনি প্রথম টেস্টে খেলবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।

ধবন ও জাডেজার বিষয়ে এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে শিখর ধবনের গোড়ালিতে সামান্য চোট লেগেছিল। তবে তিনি এখন ফিট এবং প্রথম টেস্টে খেলতে পারবেন। কিন্তু অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা গত দু’দিন ধরে অসুস্থ। স্থানীয় চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে বিসিসিআই-এর চিকিৎসকরা জাডেজাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁকে পর্যবক্ষেণে রাখা হয়েছে। চিকিৎসকদের আশা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেরে উঠবেন জাডেজা। তিনি প্রথম ম্যাচে খেলবেন কি না, সে বিষয়ে শুক্রবার সকালেই সিদ্ধান্ত নেওয়া হবে।’



ভারতীয় দল সূত্রে খবর, প্রথম টেস্টে যদি তিন পেসার ও এক স্পিনার খেলানো হয়, তাহলে জাডেজার বদলে রবিচন্দ্রন অশ্বিনেরই খেলার সম্ভাবনা বেশি। ফলে জাডেজা অসুস্থ হয়ে পড়ার ফলে দল বিশেষ সমস্যায় পড়েনি।