কেপ টাউন: নতুন বছর ভারতের টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারার জন্য দারুণ খবর নিয়ে আসতে চলেছে। শীঘ্রই বাবা হতে চলেছেন তিনি। ট্যুইটারে স্ত্রী পূজা পাবারির সঙ্গে একটি ছবি দিয়ে এই ঘোষণা করেছেন পূজারা।



বর্তমানে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন পূজারা। এর মধ্যেই তিনি ভাল খবর দিয়েছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন পূজারা। টেস্টে তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান গত বছর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে তিন নম্বরে ছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরেও ভাল পারফরম্যান্স দেখাতে চান সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান।