কলকাতা: মাত্র ৬৩ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বধের নায়ক তিনি। ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধবন। তবে শুক্রবার ম্যাচের শেষে আরও বড় প্রাপ্তিযোগ হল দিল্লির বাঁহাতি ব্যাটসম্যানের। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন এমন একজন প্রাক্তন ক্রিকেটার, যিনি নিজে দেশের সর্বকালের অন্য়তম সেরা বাঁহাতি ব্যাটসম্যান।

সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে যিনি দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা হিসাবে নিযুক্ত। শুক্রবার ইডেনে কেকেআরকে সাত উইকেটে হারানোর পর ধবনকে নিয়ে উচ্ছ্বাসে ভাসলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বললেন, 'ও বিশ্বের অন্যতম সেরা ওপেনিং ব্যাটসম্যান। যখন শুনেছিলাম ও সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেবে, তখন ওকে নেওয়ার জন্য মরিয়া ছিলাম আমরা। ও সেই আস্থার মর্যাদা দিতে শুরু করেছে। টুর্নামেন্ট এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার আগে শিখর বড় রান পেল দেখে খুব ভাল লাগছে।'

শুক্রবার নাইটদের কোনও বোলারকেই রেয়াত করেননি শিখর। যা দেখে যারপরনাই খুশি দিল্লির উপদেষ্টা। সৌরভ বলেছেন, 'ক্রিজে সেট হয়ে যাওয়ার পর ও সহজাত ব্যাটিং করেছে। একার হাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। ও দুর্দান্ত ঘরানার ক্রিকেটার। জাতীয় দলের হয়ে যেরকম খেলে, ঠিক সেই ছন্দেই ব্যাট করেছে। সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করেছে।' মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়়া হয়েছে শিখরের। তবে হতাশ নন সৌরভ। বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি সবসময় সম্ভব নয়। ম্যাচ জেতাটা বেশি গুরুত্বপূর্ণ।'

আসন্ন বিশ্বকাপেও শিখর ভারতের অন্যতম সম্পদ হয়ে উঠবেন বলে মনে করেন সৌরভ। 'ইংল্যান্ডে ও খুব ভাল খেলে। ওয়ান ডে ফর্ম্যাটে ও দুর্দান্ত ক্রিকেটার। বিশ্বকাপেও খুব ভাল খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো ও টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছিল,' বলেছেন সৌরভ। যোগ করেছেন, 'পিচটা দুশো রানের ছিল। সেখানে কেকেআরকে ১৭৮/৭ স্কোরে আটকে রাখাটা দারুণ কৃতিত্বের ব্যাপার। আমরা খুব ভাল বল করেছি। সহজেই রান তাড়া করে জিতলাম। ইডেনে জেতা সবসময়ই আলাদা অনুভূতি।'

দিল্লি ক্যাপিটালসের তরুণ ব্রিগেডকে নিয়েও আশাবাদী সৌরভ। ইতিবাচক থাকছেন। বলেছেন, 'ঋষভ পন্থ দারুণ প্রতিভাবান। টুর্নামেন্ট যত এগবে, ও এবং পৃথ্বী শ, শ্রেয়স আইয়াররা আরও উন্নতি করবে।' তিনি এবং হেড কোচ রিকি পন্টিং মিলে দিল্লির ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে যে বদ্ধপরিকর, জানিয়েছেন আত্মবিশ্বাসী সৌরভ। বলেছেন, 'আমরা দুজনই এমন দলের সদস্য ছিলাম যারা বিশ্বের সর্বত্র জিতেছে। সেই আত্মগরিমা দিয়েই দিল্লির ছবিটা পাল্টাতে চেয়েছি।'