দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একমাত্র টেস্টে দুরন্ত শতরান করার সুবাদে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ ওপরে উঠে কেরিয়ারের সেরা র্যাঙ্ক পেলেন শিখর ধবন। একইভাবে এগোলেন তাঁর দুই সতীর্থ—মুরলি বিজয়। বোলারদের তালিকায় এগোলেন রবীন্দ্র জাডেজা।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে অনভিজ্ঞ আফগান বোলিং আক্রমণকে ফালাফালা করে ঝোড়ো ১০৭ রানের ইনিংস খেলেন ধবন। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি টেস্টের প্রথম দিনের খেলার মধ্যাহ্নভোজনের আগেই শতরান সম্পন্ন করার কৃতিত্ব অর্জন করেন।
এই সুবাদে আইসিসি-র প্রকাশিত সর্বশেষ টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১০ ধাপ উঠে কেরিয়ারের সেরা ২৪তম স্থান দখল করলেন তিনি। একইম্যাচে শতরান করেন ধবনের ওপেনিং পার্টনার বিজয়। তিনি ৬ ধাপ উঠে পৌঁছন ২৩ তম স্থানে।
অন্যদিকে, বেঙ্গালুরু টেস্টে ৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় একধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠলেন রবীন্দ্র জাডেজা। পাশাপাশি, ২ ধাপ এগিয়ে ২৫ তম স্থানে রয়েছেন ইশান্ত শর্মা। ২ ধাপ এগিয়ে ২৬ তম স্থানে রয়েছেন উমেশ যাদব।
টেস্ট দলের তালিকায় এখনও শীর্ষস্থান দখল করে রয়েছে ভারত।