পানাজী: ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ যুদ্ধের থেকে কোনও অংশ কম নয়। এমনই দাবি করলেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি।
আগামী বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে সহবাগ বলেছেন, এক্ষেত্রে দেশের পক্ষে যা ভালো হবে, তাই করা উচিত। ভারত যখন পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচ খেলে তা যুদ্ধের থেকে কোনও অংশ কম নয়।
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত।
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে যুদ্ধের থেকে কোনও অংশে কম নয়, দাবি সহবাগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2019 10:07 PM (IST)
আগামী বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত কিনা, এই প্রশ্নের উত্তরে সহবাগ বলেছেন, এক্ষেত্রে দেশের পক্ষে যা ভালো হবে, তাই করা উচিত। ভারত যখন পাকিস্তানের সঙ্গে কোনও ম্যাচ খেলে তা যুদ্ধের থেকে কোনও অংশ কম নয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -