মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর দেশে ফিরেই ফের মাঠে নেমে পড়ছেন বিরাট কোহলিরা। ঘরের মাঠে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজের জন্য ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে পারেন শিখর ধবন।
২০১৯ সালে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন ধবন। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবিলিটেশন করছেন দিল্লির বাঁহাতি ওপেনার।
তবে ভক্তরা এটা জানলে খুশি হবেন যে, সুস্থ হয়ে উঠেছেন ধবন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে সিরিজে ফের মাঠে দেখা যেতে পারে তাঁকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন ধবন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই কিউয়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলা হয়নি ধবনের। চোট-আঘাত বেশ কিছুদিন ধরেই ভোগাচ্ছে বাঁহাতি ওপেনারকে। আঙুল ভেঙে যাওয়ায় বিশ্বকাপে খেলতে পারেননি। পরে দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সময় হাঁটু কেটে যায়।
কয়েকদিন আগে ধবন নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন যে, তিনি ফিট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দেখা যেতে পারে তাঁকে।
পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দলে ফিরতে পারেন পেসার ভুবনেশ্বর কুমার ও অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও। দুজনই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। আপাতত রিহ্যাবের পর দলে ফেরার অপেক্ষায়।
নতুন নির্বাচক কমিটি এখনও বেছে নিতে পারেনি বোর্ড নিযুক্ত উপদেষ্টা কমিটি। তাই মনে করা হচ্ছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেবে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য জাতীয় দলে ফিরতে পারেন ধবন, নজরে ভুবনেশ্বর-হার্দিকও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 05:27 PM (IST)
নতুন নির্বাচক কমিটি এখনও বেছে নিতে পারেনি বোর্ড নিযুক্ত উপদেষ্টা কমিটি। তাই মনে করা হচ্ছে এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল বেছে নেবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -