নয়াদিল্লি:ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজের প্রথম খেলা ১২ মার্চ। আইপিএলের আগে এই সিরিজ বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবার বেশ কয়েকজন ক্রিকেটারের ভারতীয় দল থেকে ছুটি হয়ে যেতে পারে।
নির্বাচকদের নজর থাকবে প্রত্যেক খেলোয়াড়ের ওপর। কারণ, চলতি বছরেই টি ২০ বিশ্বকাপ হবে। ভারতীয় স্কোয়াডে যে পাঁচ ক্রিকেটারের সুযোগ পাওয়ার সম্ভাবনা এবং চার ক্রিকেটার বাদ পড়তে পারেন। দেখে নেওয়া যাক এক নজরে-
১. শুভমন গিল
২০১৯-র জানুয়ারিতে অভিষেক হয়েছিল। এখনও পর্যন্ত দুটি একদিনের ম্যাচ খেলেছেন শুভমন। ঘরোয়া ক্রিকেট ও ভারত এ দলের হয়ে চমকপ্রদ পারফর্ম করেছেন তিনি। নিউজিল্যান্ড সফরে এ দলের হয়ে ইতিমধ্যেই একটি দ্বিশতরান ও দুটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত জাতীয় দলে জায়গা পাকা হয়নি তাঁর। এবার তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে ডাক পেতে পারেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি ব্যাকআপ হিসেবে শুভমনকে দলে নিতে পারেন এবং ৩ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ দিতে পারেন। তবে কোহলি দু-একটি ম্যাচে বিশ্রাম নিলে তবেই কিন্তু এমনটা হতে পারে।
২. শাহবাজ নাদিম
শাহবাজ নাদিমের কেরিয়ারে এখনও পর্যন্ত তেমন বিশেষ কিছু নেই। দলে ঢোকার জন্য বিহারের এই খেলোয়াড় প্রচুর পরিশ্রম করছেন। কিন্তু এখনও দলে জায়গা পাননি। ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা স্পিনার হিসেবে মনে করা হয় তাঁকে। একটি মাত্র টেস্ট খেলে চার উইকেট নিয়েছেন তিনি। সিরিজ চলাকালেই সুযোগ পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ডাক পেতে পারেন তিনি।
৩. সূর্যকুমার যাদব
মুম্বইয়ের এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেট প্রচুর রান করে নজর কাড়ছেন। কিন্তু এখনও ভারতীয় স্কোয়াডে ডাক পাননি। আইপিএলে এই ক্রিকেটার সবার নজর কেড়েছেন। যে কোনও স্থানেই ব্যাটিং করতে পারেন তিনি। এবার তাঁকে ভারতীয় স্কোয়াডে তাঁকে নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারেন নির্বাচকরা।
৪. সঞ্জু স্যামসন
সঞ্জু ইউটিলিটি প্লেয়ার হিসেবে পরিচিত। বেশ কয়েকবার দলে জায়গা পেয়েছেন। কিন্তু প্রথম একাদশে খেলার সুযোগ খুব একটা পাননি। ব্যাটিং ও ফিল্ডিংয়ে তাঁর দক্ষতা সবারই জানা। এখনও পর্যন্ত চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলা সঞ্জু এবার দলে জায়গা পেতে পারেন।
২০১৫-তে জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু এরপর ২০১৯ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। এরপর তাঁকে ফের বাদ দেওয়া হয়।
৫. রাহুল চাহর
ব্যাটে ও বলে দক্ষ রাজস্থানের ২০ বছরের এই খেলোয়াড় ২০১৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে জায়গা পেয়েছিলেন। ওই ম্যাচে এক উইকেট নিয়েছিলেন।
যে চার খেলোয়াড় বাদ পড়তে পারেন-
১. মায়াঙ্ক অগ্রবাল
রোহিত শর্মা যেভাবে টিম ইন্ডিয়া ও লিস্ট এ ক্রিকেটে ব্যাটে দাপট দেখিয়েছেন, ঠিক তেমনটাই প্রত্যাশা ছিল মায়াঙ্কের ক্ষেত্রেও। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ফর্মে থাকা মায়াঙ্ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু তিন ম্যাচে তাঁর মোট রান ৩৬। তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে।
২. কেদার যাদব
দলে বারবার জায়গা পেয়েছেন কেদার। ৩৪ বছরের কেদার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফল হলেও নিউজিল্যান্ড সিরিজে পুরোপুরি ব্যর্থ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন কেদার। কিন্তু উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে দলের বাইরে রাখা হতে পারে তাঁকে। তৃতীয় একদিনের ম্যাচে তাঁর জায়গায় প্রথম একাদশে খেলোনো হয় মণীশ পান্ডেকে।
৩. শিবম দুবে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি ২০ ম্যাচের সিরিজে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। একদিনের ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পাননি তিনি। অলরাউন্ডার হার্দিক পান্ড্যর জায়গায় দলে নেওয়া হয়েছিল তাঁকে। ২৬ বছরের শুভম পাঁচ টি ২০ ম্যাচে ৪১ রান করেছেন। নিয়েছেন দুটি উইকেট। হার্দিকের কামব্যাকে দল থেকে তাঁর ছুটি হয়ে যেতে পারে।
৪ শার্দূল ঠাকুর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে খুব ভালো পারফর্ম করেছেন তিনি। ওই সিরিজে সবচেয়ে বেশি উইকেট তিনিই নিয়েছেন। কিন্তু একদিনের সিরিজে চূড়ান্ত ব্যর্থ। তাঁর রান রেট ৮.৮৯। ২৮ বছরের এই খেলোয়াড়ের জায়গায় দলে সুযোগ পান নভদীপ সাইনি। শার্দূল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দল থেকে বাদ যেতে পারেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এই পাঁচ খেলোয়াড় ভারতের স্কোয়াডে জায়গা পেতে পারেন, বাদ পড়তে পারেন এই চারজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2020 03:50 PM (IST)
ন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে একদিনের সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজের প্রথম খেলা ১২ মার্চ। আইপিএলের আগে এই সিরিজ বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আবার বেশ কয়েকজন ক্রিকেটারের ভারতীয় দল থেকে ছুটি হয়ে যেতে পারে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -