নয়াদিল্লি: কাজে এল না শিখর ধবনের ঝকঝকে হাফসেঞ্চুরি। ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চলতি আনঅফিসিয়ার একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ভারত এ দলকে মাত্র চার রানে হার মানতে হল।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে শিখর ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। শিবম দুবে করেন ৩১ রান। কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫ ওভারে সংশোধিত ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এ দল পার্টনারশিপ গড়তে পারল না।
দক্ষিণ আফ্রিকা এ দলের আনরিচ নোরজে (৩/৩৬), মার্কো জ্যানসেন (৩/২৫) এবং লুথো সিম্পালা (৩/৫৫) তিনটি করে উইকেট নেন।
বৃষ্টির জন্য ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। আজ ৭.৪ ওভারে ১ উইকেটে ৫৬ রান নিয়ে খেলা শুরু করে ভারত এ। হাতে নয় উইকেট থাকার পরও ১৭.২ ওভারে ভারত এ দল মাত্র ১৩৭ রান করতে পারে। এরফলে পরপর চারটি ম্যাচ জয় পেল না ভারত এ।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা এ: ২৫ ওভারে ১ উইকেটে ১৩৭ (রেজা হেনড্রিকস ৬০, ম্যাথিউ ব্রিটজকে ২৫, হেনরি ক্লাসেন ২১ অপরাজিত; রাহুল চাহার ১/১৮)
ভারত এ:২৫ ওভারে ৯ উইকেটে ১৮৮ (শিখর ধবন ৫২; মার্কো জ্যানসেন ৩/২৫)
কাজে এল না শিখর ধবনের হাফসেঞ্চুরি, চতু্র্থ একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা এ দলের কাছে ৪ রানে হার ভারত এ দলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Sep 2019 05:45 PM (IST)
কাজে এল না শিখর ধবনের ঝকঝকে হাফসেঞ্চুরি। ডাকওয়ার্থ লুইস নিয়মে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে চলতি আনঅফিসিয়ার একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ভারত এ দলকে মাত্র চার রানে হার মানতে হল।
বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলে শিখর ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। শিবম দুবে করেন ৩১ রান। কিন্তু ডাকওয়ার্থ লুইস নিয়মে ২৫ ওভারে সংশোধিত ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এ দল পার্টনারশিপ গড়তে পারল না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -