ফ্লোরিডা: গতকাল ম্যাচের শেষ বলে যে শট খেলতে চেয়েছিলেন, তা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি বলে স্বীকার করে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক বলেছেন, ‘অসাধারণ খেলা হয়েছে। ব্যাটসম্যানদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না আমরা। শেষ বলে আমার ভাবনা ঠিকই ছিল। কিন্তু সেটা কাজে করে দেখানোটাই আসল। আমি পরিকল্পনা বাস্তবায়িত করতে পারিনি।’
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে ভারত। প্রথমে ব্যাট করে ২৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে জয়ের একেবারে কাছে গিয়েও মাত্র এক রানে হারতে হল ভারতকে। লোকেশ রাহুল ১১০ রানে অপরাজিত থাকলেও, শেষ ওভারে তিনি মাত্র দুটি বল খেলার সুযোগ পান। ধোনি চারটি বল খেলেন। জয়ের জন্য ৬ বলে দরকার ছিল মাত্র ৮ রান। সেটা করতে পারেননি ধোনি। শেষ বলে তিনি ক্যাচ আউট হয়ে যান।
ভারতীয় দল এই ম্যাচ জিততে পারলে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে ফেলতে পারত। কিন্তু সেটা না হওয়ায় প্রবাসী ভারতীয়রা হতাশ। তবে ধোনি হতাশ নন। তাঁর মতে, ব্যাটসম্যানরা তাঁদের দায়িত্ব ঠিকমতোই পালন করেছেন। আস্কিং রেট ১২.১ ছিল। পার্টনারশিপ ভাল হয়েছে। রাহুল দারুণ ব্যাটিং করেছেন। অন্যরাও ভাল খেলেছেন।
অন্যদিকে, ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট বলেছেন, শেষ ওভারে তাঁরা পরিকল্পনা অনুযায়ী বল করেছেন। ডোয়েন ব্র্যাভো রান আটকানোর লক্ষ্যেই ধীর গতিতে বল করেছেন। ধোনিকে মিড উইকেটে মারতে না দেওয়াই তাঁদের লক্ষ্য ছিল। সেটা সফল হয়েছে।
শেষ বলে ভুল করেছি, স্বীকারোক্তি ধোনির
Web Desk, ABP Ananda
Updated at:
28 Aug 2016 11:11 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -