কলকাতা: বাংলা সিনেমা ‘সাহেব বিবি গোলাম’ থেকে প্রথমে স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রটি ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছিল সেন্সর বোর্ড। এই ঘটনায় ক্ষুব্ধ স্বস্তিকা। তিনি বলেছেন, ‘সিনেমায় আমার চরিত্রটি অন্যান্য চরিত্রগুলির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ওই চরিত্রগুলির জীবনে আমার চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। সিনেমার শেষেও আমার চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার চরিত্রটি ছেঁটে ফেলে সেন্সর বোর্ড পুরো সিনেমাটাকেই মেরে ফেলতে চেয়েছিল। এটাকে সিবিএফসি-র কয়েকজন সদস্যদের মুর্খামি ছাড়া আর কী বলা যেতে পারে’!
সেন্সর বোর্ডের মনোভাবকে রক্ষণশীল বলেও তোপ দেগেছেন ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’-র অভিনেত্রী স্বস্তিকা। মেয়েরা কোনও ভাবেই যৌনতা ও যৌন চাহিদা বা কল্পনা কোনওভাবেই ব্যক্ত করতে পারবে না, এরকম বদ্ধমূল ধারনা থেকেই তাঁর ভূমিকা ছেঁটে ফেলার কথা বলা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্বস্তিকা। ছবিতে স্বস্তিকার চরিত্রে মহিলাদের যৌন আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। স্বস্তিকা বলেছেন, এক্ষেত্রে ‘গেল-গেল রব’ যাঁরা তুলেছেন, তাঁদের মনোভাব পাল্টানো দরকার। তিনি প্রশ্ন তুলেছেন, ‘ওই সব লোকেদের জন্য সিনেমা নির্মাতা বা দর্শকরা কেন ভুক্তভোগী হবেন?’ তাঁর কথায়, সাহেব বিবি গোলাম একটি বুদ্ধিদীপ্ত ও বাণিজ্যিক বিনোদনমূলক সিনেমা।
তিন বছর আগে মৈণাক ভৌমিকের দুটি ছবিতেও তাঁর ভূমিকা নিয়ে আপত্তি উঠেছিল। এ প্রসঙ্গে স্বস্তিকা বলেছেন, হতে পারে যে, বোর্ডের এই সব লোকজন মনে করছেন যে, আমি সমাজে খারাপ উদাহরণ তৈরি করছি।
পরিচালক প্রতিম ডি গুপ্তা বলেছেন, স্বস্তিকাকে নিয়ে শ্যুট করা সমস্ত দৃশ্যই বাদ দিতে চেয়েছিল সেন্সর বোর্ড। কিন্তু এর বিরুদ্ধে তিনি শেষপর্যন্ত লড়াই চালিয়েছেন।
উল্লেখ্য, সেন্সর বোর্ডের সঙ্গে এই চাপানউতোরের জেরে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছিল।
সেন্সর বোর্ডের কাজ নির্বোধের মতো, তোপ ‘বিবি’ স্বস্তিকার
ABP Ananda, web desk
Updated at:
28 Aug 2016 08:23 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -