পদ্মভূষণ পেলেন ধোনি, পঙ্কজ আডবাণী, সোমদেব পদ্মশ্রী
Web Desk, ABP Ananda | 25 Jan 2018 11:39 PM (IST)
নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক খেতাব পদ্মভূষণে ভূষিত হলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বিলিয়ার্ডস, স্নুকারে একাধিকবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া পঙ্কজ আডবাণী। এছাড়া টেনিস তারকা সোমদেব দেববর্মণ, ২০১৭ সালে ভারত্তোলনের ৪৮ কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সাইখম মীরাবাই চানু, ব্যাডমিন্টন তারকা কিদম্বী শ্রীকান্ত ও প্যারালিম্পিক থেকে ভারতকে প্রথম সোনা এনে দেওয়া মুরলীকান্ত পেটকারকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করা হয়েছে। ১৯৭২ সালে জার্মানির হাইডেলবার্গে অনুষ্ঠিত হওয়া প্যারালিম্পিকসে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ৩৭.৩৩ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ড গড়েন পেটকার। সেবারের প্যারালিম্পিকসেই তিনি জ্যাভেলিন, প্রিসিসিয়ন জ্যাভেলিন থ্রো ও স্ল্যালোম ইভেন্টে যোগ দিয়ে তিনটিরই ফাইনালে পৌঁছন। এতদিন পরে তাঁকে সম্মানিত করল কেন্দ্রীয় সরকার।