কুজনের: ঠাসা ক্রীড়াসূচী নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বললেন, দক্ষিণ আফ্রিকার মতো শক্ত সিরিজের আগে প্রস্তুতির জন্য দলের সময় প্রয়োজন।
ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে থাকবেন।
উল্লেখ্য, কোহলি বলেছিলেন, কোনও বিদেশ সফরে যাওয়ার আগে যথেষ্ট প্রস্তুতি দরকার। উল্লেখ্য, আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরে হাতে মাত্র দু’দিন সময় পাবে ভারত। তার পরেই টিম কোহলিকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। যা নিয়ে কোহলি বলেছিলেন, ‘আমরা মোটেই যথেষ্ট সময় পাচ্ছি না এই সফরের প্রস্তুতি নেওয়ার জন্য।’
ধোনি এ ব্যাপারে বলেছেন, ‘কোহলি একেবারে ঠিক কথা বলেছে। আমরা এত ক্রিকেট খেলি যে, বিদেশ সফরে যাওয়ার আগে আমরা ঠিকমতো প্রস্তুতি চালাতে পারি না। তবে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ।’
প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, বিদেশে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অবশ্যই সময় লাগে।কিন্তু এই দলের অনেক খেলোয়াড়রেরই বিদেশে খেলার অভিজ্ঞতা রয়েছে।এটা খুবই কাজে দেবে।। খেলোয়াড়রা যদি ৮-১০ দিন সময় পেত তাহলে ভালো হত। তবে যেটুকুও সময়ই পাক না কেন, ওরা ভালো খেলবে।
ধোনি বলেছেন, এবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ম্যাচ খেলার আগে দল সামান্য কিছুটা সময় পাবে। এরপর একদিনের দলও সাত থেকে আটদিন সময় পেতে চাইবে। কারণ, ওখানকার পরিবেশ আলাদা। অনেক বেশি বাউন্স থাকবে উইকেটে।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সফর নিয়েও ধোনিকে প্রশ্ন করা হয়। যার জবাবে ‘ক্যাপ্টেন কুল’ জানিয়েছেন, এই সিদ্ধান্তটা দেশের সরকারের উপরই ছেড়ে দেওয়া উচিত।
বিদেশ সফরে প্রস্তুতির সময় নিয়ে কোহলিকে সমর্থন ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 03:23 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -