ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে সুইং বোলিংয়ের অনুকূল পরিবেশে কোহলি-ধোনিহীন ভারতের ব্যাটিং অর্ডার হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতীয় শিবিরে সুখবর। চোট সারিয়ে দলে ফিরছেন মহেন্দ্র সিংহ ধোনি। এতে ভারতীয় দলের আত্মবিশ্বাস ফিরে আসবে বলেই মনে করা হচ্ছে।
গত দুটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারেননি ভারতের সবচেয়ে অভিজ্ঞ একদিনের ক্রিকেটার। হ্যামিল্টনে ৯২ রানে অল আউট হয়ে যাওয়ার পর ধোনির প্রত্যাবর্তন দলের পক্ষে নিঃসন্দেহে খুশির খবর।
শেষ ম্যাচে জিতে সিরিজ শেষ করতে চাইবে ভারত। তাহলে ভারত ৪-১ সিরিজ জিতবে।
তবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে কাজটা ভারতীয় দলের পক্ষে যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। এখানে বাতাস রয়েছে। এরফলে ট্রেন্ট বোল্ট তাঁর বোলিংয়ের অনুকূল পরিস্থিতি পেতে পারেন।
আর এই পরিস্থিতিতে ধোনির উপস্থিতি ভারতীয় দলের মিডল অর্ডারে একটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কারণ, নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে মিডল অর্ডার ততটা জমাট দেখাচ্ছে না।
সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, ধোনি ফিট হয়ে উঠেছেন এবং পঞ্চম ম্যাচে তাঁকে পাওয়া যাবে।
বিশ্বকাপের প্রস্তুতি এখন পুরোমাত্রায় চলছে। এই অবস্থায় তরুণ শুবমান গিল প্রথম একাদশে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
হ্যামিল্টনের ম্যাচ ভারতের অনেক ফাঁকফোকর দেখিয়ে দিয়ে গিয়েছে। অম্বাতি রায়ডু, কেদার যাদব ও দীনেশ কার্তিকরা মিডল অর্ডারে সফল হতে পারেননি। বিশ্বকাপের আগে মিডল অর্ডারে এই সমস্যাক সমাধান বের করতে হবে ভারতকে। তাছাড়া, ইংল্যান্ডে কোনও ম্যাচে সুইং বোলিং সহায়ক পরিবেশে ব্যাটিং অর্ডার যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করতে।


অস্থায়ী অধিনায়ক হ্যামিল্টনের ব্যাটিং ব্যর্থতাকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন। পঞ্চম ম্যাচে ব্যাটিং নিয়ে যে কোনও রকম আশঙ্কা দূর করতে সচেষ্ট হবেন রোহিত।
পঞ্চম ম্যাচে ভূবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে মহম্মদ সামিকে দলে ফেরানো হবে, সেদিকেও নজর থাকবে। টিম ম্যানেজমেন্ট মহম্মদ সিরাজকে পরখ করে দেখতে চাইবে। কারণ, খলিল আহমেদ শেষ ম্যাচে সফল হতে পারেননি।