নয়াদিল্লি: তাদের সার্ভার থেকে গ্রাহক-সংক্রান্ত কোনও তথ্য চুরি যায়নি বা ফাঁস হয়নি বলে জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের দাবি, সব তথ্যই সুরক্ষিত ও নিরাপদ রয়েছে।
গত সপ্তাহে একটি মার্কিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, এসবিআই-এর কয়েকটি অসুরক্ষিত সার্ভার রয়েছে। যেখান থেকে কয়েক লক্ষ গ্রাহকের ব্যক্তিগত ও অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে চলে এসেছে। স্টেট ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা প্রায় ৪২.২ কোটি। এর মধ্যে কতগুলি অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে, তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি ওই প্রতিবেদনে।
যদিও, এই তথ্য ফাঁসের ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ ওঠার পর তারা তদন্ত করে। সেখানে দেখা যায় যে সার্ভারগুলি পুরোপুরি সুরক্ষিত রয়েছে। সেখানে কোনও তথ্য ফাঁসের ঘটনা ঘটেনি।
ওই রিপোর্টে দাব করা হয় ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং করার মাধ্যম ‘এসবিআই কুইক’ থেকে দুমাসের তথ্য একটি সার্ভারে জমা করেছিল ব্যাঙ্ক। কিন্তু, তা কোনও পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করা হয়নি। ফলত, যে কেউ ওই তথ্য হাতের নাগালে পেয়ে থাকতে পারে। যদিও, ব্যাঙ্কের সাফাই, তদন্তে জানা গিয়েছে, গোটা প্রক্রিয়ায় একটি ফাঁক ধরা পড়ে। তা সঙ্গে সঙ্গে ঠিক করে নেওয়া হয়। এসবিআই আশ্বাস দিয়ে জানায়, গ্রাহকদের তথ্য পুরোপুরি সুরক্ষিত।
এসবিআই-এর সার্ভার থেকে লক্ষ লক্ষ গ্রাহকের তথ্য-ফাঁসের অভিযোগ, অস্বীকার ব্যাঙ্ক কর্তৃপক্ষের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2019 09:04 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -