মেলবোর্ন: আইপিএল-এর সর্বকালের সেরা দল বেছে নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি এই দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিকে। দলে অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, হরভজন সিংহ, আশিস নেহরা ও অমিত মিশ্র। চার বিদেশি হলেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্র্যাভো ও লসিথ মালিঙ্গা।
কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ খেলেছেন পন্টিং। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কোচও ছিলেন। তিনি সর্বকালের সেরা আইপিএল দলে সুনীল নারিন, এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকালামের মতো সফল ক্রিকেটারদের না রাখায় অনেকেই অবাক হয়েছেন। একইভাবে অমিত মিশ্রর দলে থাকাও অবাক করার মতো। পন্টিং অবশ্য নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দাবি, এই দলই সেরা।
পন্টিংয়ের সর্বকালের সেরা আইপিএল দলের অধিনায়ক ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
12 May 2017 05:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -