রিকি পন্টিংয়ের সেরা আইপিএল দলের অধিনায়ক ধোনি
পন্টিংয়ের দলে নেই এবি ডিভিলিয়ার্স, সুনীল নারাইন ও ব্র্যান্ডন ম্যাকুলামের মতো খেলোয়াড়।
ক্রিকেট ডট কম ডট ইউ-কে পন্টিং বলেছেন, অমিতের আইপিএল রেকর্ড দুর্দান্ত। ওর বোলিংয়ে দারুন বৈচিত্রও রয়েছে। সেইসঙ্গে উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে অমিতের। ও বল ব্যাটসম্যানের সামনে রাখতে ভয় পায় না। উইকেটের দুই দিকেই বল টার্ন করাতে পারে।
উল্লেখ্য, পন্টিং আইপিএলে খেলেছেন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কোচও ছিলেন। তাঁর সেরা দলে লেগস্পিনার অমিত মিশ্রকে রাখায় অনেকেই বিস্মিত হয়েছেন। এ ব্যাপারে নিজের যুক্তি দিয়েছেন পন্টিং।
বিদেশি খেলোয়াড়রা হলেন, ক্রিস গেল, ডেভিড ওয়ার্নার, ডোয়েন ব্রাভো ও লাসিথ মালিঙ্গা
পন্টিংয়ের দলে যে ভারতীয়রা রয়েছেন তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, হরভজন সিংহ, আশিষ নেহরা ও অমিত মিশ্র।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের সেরা আইপিএল দলে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। পন্টিং যে দল বেছেছেন, তাতে সাত ভারতীয় ও চার বিদেশী ক্রিকেটার রয়েছেন।