নয়াদিল্লি: উইজডেন পত্রিকার বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হলেন মহেন্দ্র সিংহ ধোনি। দলে আছেন সুনীল গাওস্কর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, কপিল দেব, অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, জাহির খান ও বিষেণ সিংহ বেদী। দ্বাদশ ব্যক্তি মহম্মদ আজহারউদ্দিন।
আগামীকাল থেকে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এটি ভারতের ৫০০-তম টেস্ট হতে চলেছে। তার আগে ভারতীয় দলের সর্বকালের সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে উইজডেন। তবে দলে সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাগবত চন্দ্রশেখর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী, এরাপল্লী প্রসন্নর মতো ক্রিকেটাররা নেই। ফলে এই দল সত্যিই সর্বকালের সেরা কি না, সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
বিদেশি ক্রিকেট পত্রিকার বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট অধিনায়ক ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
21 Sep 2016 07:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -