টেনিস বলে ক্রিকেট খেলার সময়ই দ্রুত স্টাম্পিং শেখেন, জানালেন ধোনি
Web Desk, ABP Ananda | 02 May 2019 12:55 PM (IST)
শেষ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ২০ রান করে ধোনির দল। শেষ দু’টি বলে দু’টি ছক্কা মারেন ধোনি।
চেন্নাই: উইকেটরক্ষক হিসেবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির দক্ষতা কারও অজানা নয়। গতকাল আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচেও এক ওভারে চোখের পলকে জোড়া স্টাম্পিং করেন তিনি। এই দু’টি উইকেট নিয়ে ক্রিকেটদুনিয়াজুড়ে আলোচনা চলছে। এ বিষয়ে ধোনি বলেছেন, ‘টেনিস বল ক্রিকেট খেলার ফলেই আমি এটা শিখেছি। তবে এরপরেও প্রাথমিক বিষয়টির উপর জোর দিতে হয়। এরকমভাবে কিপিং করতে চাইলে ভুল হতেই পারে। তাই প্রাথমিক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ধোনির বিস্ফোরক ইনিংসের সুবাদেই ৪ উইকেটে ১৭৯ রান করতে সক্ষম হয় চেন্নাই। শেষ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ২০ রান করে ধোনির দল। শেষ দু’টি বলে দু’টি ছক্কা মারেন ধোনি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোনও ব্যাটসম্যান ২০ ওভার পর্যন্ত ক্রিজে থাকলে সব বলেই মারার জন্য তৈরি থাকে। সেই সময় সংশ্লিষ্ট ব্যাটসম্যান বলের বৈচিত্র্য বুঝে যায়। যে ব্যাটসম্যান সদ্য ক্রিজে এসেছে, তার তুলনায় ১০-১৫ বল খেলা ব্যাটসম্যানের পক্ষে মারা সহজ।’ ধোনি আরও বলেছেন, টসে হারায় তাঁদের সুবিধাই হয়েছে। কারণ, ম্যাচের শেষদিকে শিশির না পড়ায় স্পিনাররা সাহায্য পেয়েছেন। তিন উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও বলেছেন, উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেয়েছেন।