গতকালের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ধোনির বিস্ফোরক ইনিংসের সুবাদেই ৪ উইকেটে ১৭৯ রান করতে সক্ষম হয় চেন্নাই। শেষ ওভারে ট্রেন্ট বোল্টের বলে ২০ রান করে ধোনির দল। শেষ দু’টি বলে দু’টি ছক্কা মারেন ধোনি। এ বিষয়ে তিনি বলেছেন, ‘কোনও ব্যাটসম্যান ২০ ওভার পর্যন্ত ক্রিজে থাকলে সব বলেই মারার জন্য তৈরি থাকে। সেই সময় সংশ্লিষ্ট ব্যাটসম্যান বলের বৈচিত্র্য বুঝে যায়। যে ব্যাটসম্যান সদ্য ক্রিজে এসেছে, তার তুলনায় ১০-১৫ বল খেলা ব্যাটসম্যানের পক্ষে মারা সহজ।’
ধোনি আরও বলেছেন, টসে হারায় তাঁদের সুবিধাই হয়েছে। কারণ, ম্যাচের শেষদিকে শিশির না পড়ায় স্পিনাররা সাহায্য পেয়েছেন। তিন উইকেট নেওয়া বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও বলেছেন, উইকেট থেকে স্পিনাররা সাহায্য পেয়েছেন।