নয়াদিল্লি: জাপানে মাদক নিয়ে নেস ওয়াদিয়া গ্রেফতার হওয়ায় আইপিএল থেকে সাসপেন্ড করা হতে পারে কিংস ইলেভেন পঞ্জাবকে। কারণ, আইপিএল-এর নিয়ম অনুসারে, কোনও দলের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি যদি এমন কোনও কাজ করেন যাতে সুনাম নষ্ট হয়, তাহলে সেই দলকে সাসপেন্ড করা হতে পারে। ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিং কাণ্ডে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধারদের নাম জড়িয়ে পড়ায় ওই দু’টি দলকে সাসপেন্ড করা হয়। এবার পঞ্জাবের অন্যতম কর্ণধার ওয়াদিয়া গ্রেফতার হওয়ায় তাঁর দলও একই শাস্তি পেতে পারে।


এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘শুক্রবার মুম্বইয়ে প্রশাসক কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। এই বিষয়টি পর্যালোচনার জন্য ওম্বাডসম্যান ডি কে জৈন বা বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না, কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী ও কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীর কাছে পাঠানো হবে কি না, সেটা নিয়ে বৈঠকে আলোচনা হবে। সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নীতি নির্ধারক আধিকারিক হওয়ায় বিষয়টি তাঁর কাছেই পাঠানো হতে পারে।’

বিসিসিআই-এর ওই কর্তা আরও বলেছেন, ‘এই বিষয়টি সরাসরি আইপিএল-এর সঙ্গে যুক্ত নয়। একটি দলের কর্ণধার বিদেশে গ্রেফতার হয়েছেন। তাঁর ভাবমূর্তির ক্ষতি হয়েছে। এর ফলে যদি ব্র্যান্ডের উপর প্রভাব পড়ে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ব্র্যান্ডের বিরুদ্ধে নয়। এক্ষেত্রে নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে।’