নিজস্ব পোশাকের ব্যবসা শুরু করেছেন যুবরাজ। লভ্যাংশের অর্থ তাঁর ক্যান্সার ফাউন্ডেশনে ব্যয় করা হবে। তারই উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবি বলেছেন, ‘আমার মনে হয় ধোনি খুব বেশি ব্যস্ত। ও বারবরের মতোই এখনও আমার ফোন ধরে না। শুধু আমার ফোনই নয়, ও আপনাদের ফোনও ধরবে না। আমেরিকায় টি-২০ ম্যাচ নিয়ে মনে হয় ও ব্যস্ত।’
৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ধোনির জীবন অবলম্বনে তৈরি হওয়া চলচ্চিত্র। যুবরাজ বলেছেন, এই ছবিতে তাঁর চরিত্র কীভাবে দেখানো হয়েছে সেটা দেখার অপেক্ষায় আছেন তিনি।
ধোনির মতোই যুবরাজও অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। মাঠে ও মাঠের বাইরে তাঁর জীবন বেশ আকর্ষণীয়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তিনি যেভাবে ফিরে এসেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। তাই যুবরাজের জীবন অবলম্বনেও ছবি হতেই পারে। তবে এই ক্রিকেটার আপাতত সেসব ভাবতে নারাজ। তিনি বলছেন, ‘আমি বায়োপিক নিয়ে কিছু ভাবিনি। আমি আবার দেশের হয়ে খেলতে চাই। এটাই আমার প্রেরণা। তবে ক্রিকেট ছাড়ার পরে আমি অন্য কিছু ভাবতেই পারি।’
পর্দায় ধোনির চরিত্রে অভিনয় করেছেন সুশান্ত সিংহ রাজপুত। নিজের বায়োপিক হলে অবশ্য যুবরাজ অন্য কাউকে এই দায়িত্ব দিতে নারাজ। মজার ছলে বলেছেন, তিনি ভাল অভিনয় করেন। তাই এখনও কিছু ঠিক করেননি।