রাঁচি: ভারত-পাকিস্তানের ক্রিকেট-কূটনীতি যেমনই হোক না কেন, মাঠের বাইরে দু’দলের ক্রিকেটারদের সম্পর্ক বেশ ভাল। তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীলও বটে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এখনও পাকিস্তানে দারুণ জনপ্রিয়। পাকিস্তানের বর্তমান ক্রিকেটাররাও ধোনির প্রতি শ্রদ্ধাশীল। পাক পেসার হ্যারিস রউফই যেমন। তাঁকে চেন্নাই সুপার কিংসের ৭ নম্বর জার্সি উপহার দিয়েছেন ধোনি। পাল্টা ট্যুইট করে সিএসকে অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন রউফ।


পাকিস্তানের এই পেসারকে ধোনি কবে জার্সি উপহার দিয়েছেন, সেটা স্পষ্ট নয়। তবে রউফের ট্যুইট দেখে মনে হচ্ছে, সিএসকে ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণনের মাধ্যমে জার্সি পাঠিয়েছেন ধোনি। রউফ ট্যুইটে লিখেছেন, ‘দ্য লিজেন্ড ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনি তাঁর জার্সি উপহার দিয়ে আমাকে সম্মান জানিয়েছেন। ‘৭’ এখনও শুভেচ্ছাসূচক আচরণের মাধ্যমে হৃদয় জয় করে নেন। সাহায্য করার জন্য রাসেল রাধাকৃষ্ণনকে ধন্যবাদ।’


গত বছর টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখান রউফ। সুপার ১২-এর ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি চার উইকেট নেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ ম্যাচে তাঁকে শেষবার পাকিস্তানের হয়ে খেলতে দেখা যায়।


রউফ একজন প্রতিভাবান পেসার। তিনি নিয়মিত ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারেন। শাহিন শাহ আফ্রিদি ও রউফকে পাকিস্তানের পেস বোলিংয়ের ভবিষ্যতের ভরসা বলে চিহ্নিত করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।


রউফ এখন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন। বিগ ব্যাশ লিগের নবম সংস্করণে খেলতে নেমেই দর্শকদের মন জয় করে নিয়েছেন রউফ। তিনি ১০ ম্যাচে ২০ উইকেট নেন। এর মধ্যে এমসিজি-তে একটি ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি।


এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি একদিনের ম্যাচ এবং ৩২টি টি-২০ ম্যাচ খেলেছেন রউফ। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়। তারপর থেকে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। বিশেষ করে টি-২০ ম্যাচে তাঁর পারফরম্যান্স অসাধারণ। বিগ ব্যাশ টি-২০ লিগে তাঁর পারফরম্যান্স চমকপ্রদ।