এরইমধ্যে ধোনির অনুশীলনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ব্যাট হাতে তিনি যে এখনও সমান সাবলীল তার ঝলকই দেখা গিয়েছে ওই ভিডিওতে। নেট অনুশীলনে ডান হাতি এই ব্যাটসম্যানকে পরপর পাঁচটি ছয় হাঁকাতে দেখা গেল।
ধোনি কোনও বোলারের বল খেলছিলেন, না বল মেশিনে অনুশীলন করছিলেন, তা ওই ভিডিওতে স্পষ্ট নয়। কিন্তু পর পর ছয় হাঁকানো দেখে সহজেই অনুমান করা যায় যে, বড় শট খেলতে এখনও সিদ্ধহস্ত তিনি। ২৯ মার্চ টুর্নামেন্ট শুরু থেকেই তাঁকে চেনা মেজাজেই দেখা যাবে বলে আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।
গত ২ মার্চ ধোনি চেন্নাইয়ে দলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮ বছরের ধোনির ভবিষ্যত নিয়ে জর জল্পনা চলছে। কিন্তু ধোনি তাঁর আগামী পদক্ষেপ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। গত জানুয়ারিতে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন তিনি।