সমীরণ পাল, ব্যারাকপুর (উত্তর ২৪ পরগনা): লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে একটি বাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণ হলেও অক্ষত থেকে গিয়েছে বাড়ির গ্যাসের সিলিন্ডার। সকাল ১০টা নাগাদ কালিয়া নিবাস এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে সিলিংয়ের চাঙড়।এই ঘটনায় ২ জন জখম হন। তাঁদের ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস জানিয়েছেন, ভাড়া বাড়িটিতে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুত ছিল। বাড়ির বাসিন্দা তিনজনকে আটক করেছে পুলিশ। কী থেকে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, গত অগাস্টে   ট্যাংরা থানা এলাকার বৈশালীতে বিস্ফোরণে ভেঙে পড়েছিল বাড়ি। সে সময় বাড়িতে কেউ না থাকায় রক্ষা পান বাসিন্দারা। ফরেন্সিক দলের ছিল  ভেপার ক্লাউড এক্সপ্লোশনের কারণেই ওই ঘটনা ঘটেছে।


সকালের ব্যস্ত সময় আচমকা বিকট শব্দে  বিস্ফোরণে ভেঙে পড়েছিল বাড়ি।  উড়ে গিয়েছিল একতলা বাড়ির অ্যাসবেসটসের চাল ।পাঁচিল ভেঙে হেলে পড়ে পাশের বাড়ির দেওয়ালে। অভিঘাত এতটাই বেশি ছিল যে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ৫টি বাড়ি। বাড়ির কেউ ঘটনার সময় না থাকায় তাঁরা রক্ষা পান। বাড়ির মালিক দাবি করেছিলেন, গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বাড়ির মালিক  নিমাই দাস বলেন, বিস্ফোরণের সময় কেউ বাড়িতে ছিল না। আমি রান্না বসিয়ে বাইরে গেছিলাম। তখনই বিস্ফোরণ ঘটে।


জনবসতি এলাকায় এই বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায়।  প্রতিবেশীরা জানিয়েছিলেন, বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। তাঁরা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে পুলিশ যখন আসে, তখন দেখা যায় গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ অক্ষত।  ঘটনাস্থলে আসে ফরেন্সিক টিমও। ফরেন্সিক আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় জানিয়েছিলেন, পরীক্ষা করে দেখলাম, গ্যাস সিলিন্ডারের কোনও ক্ষতি হয়নি। যেটা হয়েছে তাকে বলে ভেপার ক্লাউড এক্সপ্লোশন(Vapor Cloud Explosion)। সিলিন্ডারের রেগুলেটরে সমস্যা ছিল।