তিরুবনন্তপুরম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের হারের পর কয়েকজন প্রাক্তন ক্রিকেটার দলে মহেন্দ্র সিংহ ধোনির জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, ধোনি আগের মতো শুরু থেকেই দ্রুত রান তুলতে পারছেন না, স্ট্রাইক রোটেট করতে পারছেন না। তাই টি ২০ দল থেকে ধোনির সরে দাঁড়ানো উচিত। এ ধরনের জল্পনা অবশ্য সপাটে বাউন্ডারির বাইরে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।  ডেথ ওভার স্পেশ্যালিস্ট ভূবনেশ্বর কুমার সাফ জানিয়েছেন,  ‘ধোনি কিংবদন্তী, দলে এ নিয়ে কোনও সংশয়ই নেই’। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ধোনির পারফরম্যান্সের গ্রাফ পড়ছে কিনা, তা নিয়ে দলের কোনও মাথাব্যাথা নেই বলে স্পষ্ট করে দিয়েছেন ভূবি। তিরুবনন্তপুরমে সিরিজের তৃতীয় ম্যাচের আগে ভূবনেশ্বর বলেছেন, ‘এ নিয়ে আমরা আদৌ কিছু ভাবছি না। তাঁর রেকর্ডের দিকে তাকিয়ে দেখুন। যা কিছু ধোনি করেছেন, তা সবই দেশের জন্য। তাই দলের কারুর মনেই কোনও সংশয়ই নেই’। এদিকে, এই বিতর্কে ধোনির পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি বলেছেন, রাজকোটে হারের জন্য শুধুমাত্র ধোনিকেই দায়ী করাটা ঠিক নয়। পুরো দলই ভালো খেলতে পারেনি। গাওস্কর বলেছেন, ভিভিএস লক্ষ্মণ ও অজিত আগরকরের মতো প্রাক্তন ক্রিকেটাররা তাঁদের নিজস্ব মতামত রাখতেই পারেন। কিন্তু ৩০ পেরোনোর পরই খেলোয়াড়দের নিশানা করা হয়। কিন্তু ৩০-র নিচে যাদের বয়স, তাদের পারফরম্যান্স খেয়াল করা হয় না। ওই একই ইনিংসে অন্যদের ব্যর্থতাও লক্ষ্য করা গিয়েছে। গুগলি বুঝতে না পেরে ১ রান করেই হার্দিক পান্ড্যও আউট হয়েছে।