অ্যাডিলেড: অ্যাডিলেডে ফের জাডেজা-ধোনি যুগলবন্দি। মঙ্গলবার, এই যুগলবন্দির শিকার হলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকোম্ব।
অজি ইনিংসের ২৮ তম ওভার চলছিল তখন। বল করছিলেন জাডেজা। সামনে হ্যান্ডসকোম্ব। জাডেজাকে সুইপ করার চেষ্টা করেন হ্যান্ডসকোম্ব। কিন্তু, মিস করেন। কিন্তু, সুইপ করার প্রচেষ্টায় হ্যান্ডসকোম্বের ব্যাকফুট ক্রিজ ছেড়ে ক্ষণিকের জন্য বেরিয়ে আসে। কিন্তু, ওইটুকু সময় ধোনির জন্য যথেষ্ট ছিল। পলক চকিতে বল সংগ্রহ করে বেল উড়িয়ে দেন ধোনি। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আদতে এদিন ধোনি কিছুটা বেশি সময় নেন। কিছুটা মন্থর ছিলেন। অর্থাৎ, আগের ধোনি হলে আরও আগে বেল উড়ে যেত। যদিও, ফলাফলে কোনও ফারাক দেখা দেয়নি। আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান হ্যান্ডসকোম্ব। এখনও পর্যন্ত, স্টাম্পিংয়ের নিরিখে ১৮টি শিকার নিয়ে জাডেজা-ধোনি যুগলবন্দি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে ধোনি-হরভজন। এই যুগলবন্দির শিকার সংখ্যা ১৯।


দেখুন সেই ভিডিও: