ধোনির কারুর কাছে কিছু প্রমাণ করার নেই: ওয়ার্ন
ABP Ananda, web desk | 18 Apr 2017 02:24 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ফিনিসার তকমা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞই। চলতি আইপিলে মাহির ব্যাট সেভাবে ঝলসে ওঠেনি। পাঁচটি ম্যাচে মাত্র ৬১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মাত্র দুটি ছক্কা মেরেছেন তিনি। স্ট্রাইক রেট নেমে এসেছে ৮৭.১৪-এ। উইকেটরক্ষক হিসেবে তাঁর দক্ষতা নিয়ে কিন্তু এখনও কোনও প্রশ্ন নেই। নিঃসন্দেহে এক্ষেত্রে তিনি নম্বর ওয়ান। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে গত এক বছরে ব্যাটিংয়ে তাঁর ধারাবাহিকতার অভাব থেকে প্রশ্ন উঠেছে, তিনি এখনও ম্যাচ উইনার রয়েছে কিনা। ধোনি সম্পর্কে এসব জল্পনাকে খারিজ করে দিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয় স্পিনার শ্যেন ওয়ার্ন। ট্যুইটার মারফত ওয়ার্নি জানিয়েছেন, মাহি সীমিত ওভারের খেলায় অসাধারণ ক্রিকেটার। ওর কারুর কাছে কিছু প্রমাণ করার নেই। ওয়ার্ন আরও বলেছেন, ধোনি একজন গ্রেট অধিনায়ক। তিনি অনেকের কাছেই অনুপ্রেরণা।