মুম্বই: কিছুদিন আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে অনেকে প্রশ্ন তুলছিলেন। পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন ধোনি। এবার প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়ে দিলেন, ধোনিই ভারতের এক নম্বর উইকেটকিপার। তরুণ উইকেটকিপাররা তাঁর ধারেকাছেও নেই। ফলে ২০১৯ সালের বিশ্বকাপে ধোনিই প্রথম পছন্দ।
ধোনির প্রশংসা করে প্রসাদ বলেছেন, ‘ভারতীয় এ দলের সফরের মাধ্যমে কয়েকজন তরুণ উইকেটকিপারকে তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমরা মনস্থির করে ফেলেছি, বিশ্বকাপ পর্যন্ত ধোনিকেই দলে রাখা হবে। এরপর আরও কয়েকজন কিপারকে সুযোগ দেওয়া হবে। আমার মনে হয়, বিশ্বকাপে ধোনিই এক নম্বর উইকেটকিপার থাকবে। আমরা অনেকদিন ধরেই এ কথা বলছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ধোনির স্টাম্পিং ও কট-বিহাইন্ড অসাধারণ হচ্ছে।’
প্রসাদ আরও বলেছেন, ‘ধোনির সঙ্গে কারও তুলনা হয় না। ভারতীয় ক্রিকেট ছেড়ে দিন, ক্রিকেট দুনিয়ায় এমন কেউ নেই, যে ধোনির ধারেকাছে আসতে পারে।’
ধোনিই এক নম্বর কিপার, ২০১৯ বিশ্বকাপে প্রথম পছন্দ, জানালেন প্রধান নির্বাচক
Web Desk, ABP Ananda
Updated at:
23 Dec 2017 11:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -