রাঁচি: আগামী ২২ জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত হলেন মহেন্দ্র সিংহ ধোনি। সোমবারই এই আমন্ত্রণপত্র পেয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তা ধনঞ্জয় সিংহ নিজে উপস্থিত হয়ে ধোনি আমন্ত্রণ পত্র দিয়ে আসেন ২২ জানুয়ারির অনুষ্ঠানের জন্য। উল্লেখ্য, কিংবদন্তি সচিন তেন্ডুলকরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানের জন্য।
এছাড়া, রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বহু বলি-তারকা। অমিতাভ বচ্চনও তার থেকে বাদ পড়েননি। এবার আরেক চমকপ্রদ খবর দিলেন অমিতাভ (Amitabh Bachchan)। অযোধ্যায় রামমন্দিরের কাছেই নাকি জমি কিনেছেন তিনি। সেখানেই থাকতে চান বিগ বি ? অধ্যাত্ম সাধনা, ভক্তিমার্গের পথে জীবন কাটাতেই কি এই পরিকল্পনা তাঁর ?
এদিকে, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমেই চড়ছে উন্মাদনা। বঙ্গ বিজেপির উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই, বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। হাওড়া, শিয়ালদা, নিউ জলপাইগুড়ি ও মালদা--এই চার স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। ২ দশক পার করে, রামমন্দির যখন বাস্তবে রূপ পেয়েছে, তখন তাকে ঘিরে বিজেপি শিবিরের উদ্দীপনা চোখে পড়ার মতো। দেশের অন্যান্য রাজ্যের মতোই,বাংলা থেকেও অযোধ্যা যাওয়ার জন্য বিশেষ ট্রেন এবং বিমানের বন্দোবস্ত করছে বিজেপি শিবির। বিজেপি সূত্রের খবর, দক্ষিণবঙ্গের হাওড়া ও শিয়ালদা এবং উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং মালদা - এই ৪ জায়গা থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলের মতো, আকাশপথেও সরাসরি অযোধ্যা নগরী-তে পৌঁছনোর উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। এক্ষেত্রে অযোধ্যাগামী বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বঙ্গ বিজেপির নেতা ও কর্মীরা অযোধ্যায় পৌঁছতে তৎপর। সূত্রের খবর, আগামী বুধবার থেকে প্রথম অযোধ্যাগামী বিশেষ উড়ান পরিষেবা শুরু হবে। বাংলা থেকে অযোধ্যা স্পেশাল ট্রেন পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে ১৯ জানুয়ারি, শুক্রবার থেকে।বিজেপির নেতা ও কর্মীরাই মূলত অযোধ্যাগামী বিশেষ ট্রেন ও বিমানের পরিষেবা নেবেন। তবে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পরে, সাধারণ মানুষকেও জড়ো করে, অযোধ্যায় রামমন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির।