নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে যতই জল্পনা চলুক না কেন, তিনি এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না বলে জানিয়ে দিলেন ম্যানেজার মিহির দিবাকর। তিনি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বন্ধু হিসেবে আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না। তবে ওকে দেখে মনে হচ্ছে, ও অবসর নেওয়ার কথা ভাবছে না। ও আইপিএল-এ খেলার বিষয়ে বদ্ধপরিকর। এই প্রতিযোগিতার জন্য ও কঠোর পরিশ্রম করেছিল। আপনাদের মনে থাকতে পারে, লকডাউনের আগে একমাস ও চেন্নাইয়ে ছিল।’

এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ধোনি। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মঙ্গলবার তিনি ৩৯ বছরে পা দিয়েছেন। এ বছর আইপিএল আদৌ হবে কি না, সে বিষয়েই সংশয় রয়েছে। ফলে ধোনির ভবিষ্যৎ কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে মিহিরের মতে, ধোনি এখনও শেষ হয়ে যাননি। এ বছরের মার্চে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে অধিনায়ককে দেখে তাঁর মনে হয়েছে, তিনি এখনও অনেকদিন খেলতে চান। লকডাউনের মধ্যে তিনি বেশিরভাগ সময়ই কাটাচ্ছেন নিজের খামারবাড়িতে। সেখানেই তিনি নিজেকে ফিট রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি অনুশীলন শুরু করে দেবেন।