ধোনি ও রোহিত ছাড়াও এদিন বিকেলের উড়ানে অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন কেদার যাদব, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, খলিল আহমেদ ও যজুবেন্দ্র চাহল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের পর মুম্বইতে এসেছিলেন। সদ্যোজাত সন্তান ও স্ত্রীর সঙ্গে সময় কাটানোর পর ফের অস্ট্রেলিয়ার যাচ্ছেন রোহিত। টেস্ট দলে না থাকলেও টি ২০ সিরিজের পর রোহিতের ওপেনিং পার্টনার শিখর ধবন অস্ট্রেলিয়াতেই রয়েছেন।
ভারতের একদিনের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, আম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, রবীন্দ্র জাডেজা, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমদ, মহম্মদ সামি
অস্ট্রেলিয়ার একদিনের দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কারে (উইকেটরক্ষক), পিটার হ্যান্ডসকোম্ব, উসমান খোয়াজা, নাথন লায়ন, মিচ মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, পিটার সিডলে, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা
রওনা হওয়ার আগে অলরাউন্ডার কেদার যাদব ধোনি ও রোহিতের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
আগামী জুলাই পর্যন্ত ভারতীয় দল কোনও টেস্ট ম্যাচ খেলবে না। তাই এখন নজরে সীমিত ওভারের ক্রিকেট, বিশেষ করে একদিনের ক্রিকেট। কারণ, চলতি বছরের মে মাসের শেষের দিক থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ।
বিশ্বকাপের আগে ভারতের হাতে রয়েছে ১৩ টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর ভারতীয় দল নিউজিল্যান্ডে একদিনের সিরিজ খেলবে। এরপর অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে।