কলকাতা: ডাউনআন্ডারে ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ জয়ের পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে ভারতীয় ক্রিকেট মহল। দলের ক্রিকেটারদের থেকে শুরু করে সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জয়ের আনন্দ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সিরিজ জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, উইকেটরক্ষক ঋষভ পন্ত ভবিষ্যতের সম্পদ।
২০১৮-র আগস্টে টেস্টে অভিষেকের পর থেকে ২১ বছরের ঋষভ ক্রমশ নিজেকে মেলে ধরেছেন। কয়েকমাসের মধ্যেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সাত ইনিংসে ৩৫০ রান করেছেন। চেতেশ্বর পূজারার পর সিরিজে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান।
উইকেটরক্ষক হিসেবেও নজির গড়েছেন তিনি। ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক কোনও সিরিজে সর্বাধিক ২০ টি ক্যাচ ধরার নজির গড়েছেন তিনি।
সৌরভ বলেছেন, ভবিষ্যতে ভারতের একজন দুরন্ত ক্রিকেটার হয়ে উঠবে ঋষভ। বিগত দুটি সিরিজে খুব ভালো খেলেছে ও । ভবিষ্যতেও উজ্জ্বল ভূমিকা নেবে ও।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট বৃষ্টির জন্য ড্র হল। সিরিজে আগেই ২-১ এগিয়ে ছিল ভারত।সেই সূত্রে ভারতই সিরিজ জিতল। চতুর্থ টেস্টের রাশও ছিল ভারতের হাতে। যখন ম্যাচের সমাপ্তি ঘোষণা হয়, তখন দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমে ভারতের থেকে ৩১৬ রানে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া।
ভারতীয় দলের সাফল্য সম্পর্ক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৌরভ বলেছেন, এটা দুর্দান্ত জয়। ওরা পুরো সিরিজটাই দুরন্ত খেলেছে। ব্যাটিংটাও ক্লিক করে গিয়েছিল। ওবার ৪০০-৬০০ রান করেছে। এটাই সাফল্যের মূলমন্ত্র।
চেতেশ্বর পূজারা ও পেসার জসপ্রিত বুমরার বিশেষভাবে প্রশংসা করেছেন প্রাক্তন অধিনায়ক। তিনি বলেছেন, ওরা অসাধারণ পারফর্ম করেছে। এই জয়ের পিছনে ওদের অবদান অনেকটাই।
২০০৩-০৪ এ অস্ট্রেলিয়ায় সিরিজ ১-১ ড্র করেছিল সৌরভের দল। সেই দলের সঙ্গে কোহলির দলের কোনও তুলনায় যেতে রাজি হননি সৌরভ। তিনি বলেছেন, আমি কখনও তুলনা করিনি। তাই এই প্রশ্নের উত্তর দিতে পারব না।