নয়াদিল্লি: খারাপ ফর্মের জন্য অনেকবার বিরাট কোহলিকে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন জাতীয় নির্বাচকরা। কিন্তু প্রতিবারই তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রক্ষাকর্তা হয়ে উঠেছিলেন। তাঁর জন্যই দলে টিকেছিলেন বিরাট। সেই সময় ধোনি পাশে না দাঁড়ালে হয়তো ক্রিকেটবিশ্ব আজকের বিরাটকে পেত না। স্বয়ং বিরাটই ধোনির এই ভূমিকার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ধোনি সবসময় আমাকে পথ দেখিয়েছে এবং সুযোগ দিয়েছে। ও আমাকে অনেকবার বাদ পড়া থেকে বাঁচিয়েছে এবং ক্রিকেটার হিসেবে পরিণত হওয়ার সুযোগ দিয়েছে।’ ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। সেই সময় থেকেই তিনি ধোনির নেতৃত্বে খেলেছেন। এবার বিরাটের নেতৃত্বে খেলবেন ধোনি। এ প্রসঙ্গে ভারতের বর্তমান অধিনায়ক বলেছেন, ‘ধোনির জুতোয় পা গলানো খুব কঠিন। ওর কথা বললে প্রথমেই যেটা মাথায় আসে, সেটা হল অধিনায়ক। ধোনি সম্পর্কে অন্য কিছু ভাবা যায় না। ও সবসময়ই আমার অধিনায়ক থাকবে।’ ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের প্রথম চ্যালেঞ্জ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ সিরিজ। সেখানে ধোনিকে দলে পাচ্ছেন বিরাট। এর ফলে তাঁর কাজ সহজ হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।