নয়াদিল্লি: অধিনায়কত্ব ছেড়ে দিলেও, আক্রমণাত্মক ব্যাটিং ছাড়ছেন না মহেন্দ্র সিংহ ধোনি। তিনি জানিয়ে দিয়েছেন, এতদিন যেভাবে খেলে এসেছেন, ভবিষ্যতেও সেভাবেই খেলবেন।
প্রায় এক দশক ধরে অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে একের পর এক সাফল্য এনে দেওয়া ধোনি আগেই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এবার সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় এ দলের হয়ে শেষবার অধিনায়কত্ব করেছেন ধোনি। এবার থেকে তিনি শুধুই ক্রিকেটার। আর অধিনায়ক নন।
মঙ্গলবারের ম্যাচের পর যুবরাজের সঙ্গে এক ভিডিও চ্যাটে ধোনি বলেছেন, ‘কোনও বোলার যদি মারার মতো বল করে এবং পরিস্থিতি অনুকূল হয়, তাহলে আমি অবশ্যই ছক্কা মারব।’
এতদিন ধরে সফলভাবে অধিনায়কত্ব করতে পারার জন্য যুবরাজের মতো সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, এই ধরনের খেলোয়াড়দের জন্য তাঁর কাজ সহজ হয়ে গিয়েছে। তাঁর আশা, ভবিষ্যতেও একইভাবে খেলা উপভোগ করতে পারবেন।
ছক্কা মারার বল পেলেই মারব, বলছেন ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2017 04:31 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -