মুম্বই: চলতি বিশ্বকাপে খুব ভালো ছন্দে রয়েছে ভারতের টপ অর্ডার। তবে চার নম্বর নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। ওই পজিশনে কয়েকবার ব্যাট করতে নেমে একেবারেই ভরসা দিতে পারেননি বিজয় শঙ্কর। এই অবস্থায় প্রাক্তন অজি ব্যাটসম্যান ডিন জোন্স মনে করেন, চলতি বিশ্বকাপে বাকি ম্যাচগুলিতে ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ ওই জায়গায় মহেন্দ্র সিংহ ধোনিরই ব্যাট করা উচিত।
এরমধ্যে আবার আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধোনির মন্থর ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। কিন্তু জোন্স মনে করেন, বিজয় শঙ্কর নয়, চার নম্বরে ধোনিরই ব্যাট করা উচিত। তিনি আরও মনে করেন, বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাডেদাকেও প্রথম একাদশে রাখা উচিত। কারণ, এতে ভারতীয় দল অতিরিক্ত স্পিন বিকল্প পাবে।
জোন্স বলেছেন, কোনও দল যখন খুব ভালো খেলে তখন সেই দলের ব্যাপারে সাধারণত আমি কথা বলি না। ভারতও এখন দারুণ ছন্দে রয়েছে। কিন্তু সবার মতো আমার চার নম্বর নিয়ে আমার মনেও একটা ভাবনা এসেছে। ধোনি ওই জায়গায় এলে ভালো হয় এবং জাডেজাকে একটু পরে নামানো যেতে পারে। এতে ভারতীয় দল স্পিন বোলিংয়েরও একটা বিকল্প পাবে।
জোন্স মনে করেন, পিচ শুকিয়ে আসায় ব্যাটিং অর্ডারের নিচের দিকে বাঁহাতি জাডেজা দলের পক্ষে কার্যকরী ভূমিকা নিতে পারে।
জোন্স বলেছেন, টুর্নামেন্ট যত এগোবে পিচ তত বেশি নিষ্প্রাণ হতে থাকবে এবং সেক্ষেত্রে একজন বাঁহাতি ব্যাটিং অর্ডারের নিচের দিকে থাকলে ভালো হবে। কিন্তু এজন্য আস্থা রাখতে হবে এবং সুযোগ দিতে হবে।
অন্যদিকে, ভারতীয় দলের প্রাক্তন স্পিডস্টার ইরফান পাঠান চার নম্বরে দীনেশ কার্তিককে খেলানোর ব্যাপারে সওয়াল করেছেন। তিনি বলেছেন, উইনিং কম্বিনেশন ভাঙা উচিত নয় বলেই বেশিরভাগ লোক মনে করেন। কিন্তু আমি একটু ভিন্ন কথা বলব। বিজয় শঙ্কর এখনও তেমন কিছু করতে পারেনি। এখন সেমিফাইনালে খেলতে নামলে কিন্তু সেরা বোলিংয়ের মুখোমুখি হতে হবে। শুরুতেই উইকেট হারালে চার নম্বরে শক্তপোক্ত কাউকে দরকার। আর এক্ষেত্রে দীনেশ কার্তিক ওই পজিশনে উপযুক্ত হতে পারে।
পাঠান আরও বলেছেন, ওই জায়গায় মানিয়ে নিতে সেমিফাইনালের আগে নতুন ব্যাটসম্যানকে অন্তত তিনটি ইনিংস খেলার সুযোগ দিতে হবে। তাই কোনও পরিবর্তন করতে হলে, তা এখনই করতে হবে।