নয়াদিল্লি: বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ, আগেই জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটে লড়বেন না, হবেন না মন্ত্রীও। আর এবার নয়া মন্ত্রিসভা গঠনের এক মাসের মধ্যেই সরকারি বাংলো ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন সুষমা স্বরাজ। সোশ্যাল মিডিয়া প্রাক্তন বিদেশমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেছে।

আজ সকালে প্রাক্তন বিদেশমন্ত্রী টুইট করেন, নয়াদিল্লির ৮, সফদরজঙ্গ লেনের সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন তিনি। আগের ঠিকানা ও ফোন নম্বরে আর পাওয়া যাবে না তাঁকে।




এরপরেই টুইটার দুনিয়া এমন নজির সৃষ্টির জন্য তাঁকে অভিনন্দন জানায়, কারণ রাজনীতিকদের বিরুদ্ধে মামলা করে তাঁদের সরকারি বাসভবন ছাড়তে বাধ্য করার নজির ভুরি ভুরি থাকলেও নিজের থেকে অল্পদিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নজির কার্যত নেই। দেখুন কিছু টুইট












মাত্র কিছুদিন আগে মুলায়ম সিংহ যাদব, মায়াবতী ও অখিলেশ যাদবের বিরুদ্ধে মামলা করে তাঁদের হাত থেকে সরকারি বাংলো উদ্ধার করতে হয়। অখিলেশের বিরুদ্ধে অভিযোগ, যেতে বাধ্য হওয়ার আগে বাংলোটি ভেঙেচুরে বসবাসের অযোগ্য করে দেয় তাঁর পরিবার।