পুণে: অধিনায়কত্ব ছেড়ে দিলেও, ভারতীয় ক্রিকেট দলে জনসংযোগের ক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনিই এখনও সেরা। এমনই মন্তব্য করলেন বর্তমানে বিশ্বের সেরা অলরাউন্ডার ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি আরও বলেছেন, টেস্টের পর সীমিত ওভারের ক্রিকেটেও বিরাট কোহলির আক্রমণাত্মক ভঙ্গির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছেন।

ধোনি টেস্টের পর সীমিত ওভারের ক্রিকেটেও অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর বিরাট এখন ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক। ধোনির সঙ্গে তাঁর নেতৃত্বের পার্থক্য সম্পর্কে অশ্বিন বলেছেন, ‘ধোনি ও বিরাটের নেতৃত্বের পার্থক্য হল দলের সবার সঙ্গে সংযোগ। বিরাট আক্রমণাত্মক ক্রিকেট পছন্দ করে। উইকেট নেওয়ার জন্য রান দিতে হলেও ওর আপত্তি নেই।তবে অধিনায়কত্ব এবং সংযোগের ক্ষেত্রে মাহি এখনও এগিয়ে। কারণ, ও উইকেটকিপার এবং অমূল্য অভিজ্ঞতা আছে। সেই কারণে আমরা ওর পরামর্শ নিই।’

রবিবার থেকে ভারতের একদিনের দলের অধিনায়ক হিসেবে বিরাটের পথ চলা শুরু হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনটি ম্যাচ খেলবে ভারত। এরপর দু দল তিনটি টি-২০ ম্যাচও খেলবে। তার আগে অশ্বিন বলেছেন, পরপর টেস্ট ম্যাচ খেলার পর সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়া তাঁদের কাছে চ্যালেঞ্জ। তবে তিনি আত্মবিশ্বাসী। ২০১৬ সালে যে পারফরম্যান্স দেখিয়েছিলেন, নতুন বছরেও সেই পারফরম্যান্সই দেখাতে চাইবেন।