দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে হায়দরাবাদ
Web Desk, ABP Ananda | 05 May 2018 11:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজেই ৭ উইকেটে হারিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। ৯ ম্যাচ খেলে কেন উইলিয়ামসনের দলের পয়েন্ট ১৪। ১০ ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট পেয়েছে চেন্নাই সুপারকিংসও। তবে রানের গড়ে এগিয়ে হায়দরাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। ৫ উইকেটে ১৬৩ রান করে দিল্লি। ওপেনার পৃথ্বী শ ৬৫ ও শ্রেয়াস ৪৪ রান করেন। রশিদ খান জোড়া উইকেট নেন। সেই রান টপকে যেতে সমস্যা হয়নি হায়দরাবাদের। অ্যালেক্স হেলস ৪৫, শিখর ধবন ৩৩, উইলিয়ামসন অপরাজিত ৩২, মণীশ পাণ্ডে ২১ ও ইউসুফ পঠান অপরাজিত ২৭ রান করেন। অমিত মিশ্র দু’টি উইকেট নেন।