কলকাতা: বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ভাল শুরু করেও বড় রান পাননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকে অসাধারণ শতরান করে ঝাড়খণ্ডকে ভাল জায়গায় পৌঁছে দিলেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর ১০৭ বলে ১২৯ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে ঝাড়খণ্ড। ধোনি ৬টি ছক্কা এবং ১০টি বাউন্ডারির সাহায্যে ১২৯ রান করেন। শাহবাজ নাদিম ৫৩ এবং আনন্দ সিংহ ৩২ রান করেন। এছাড়া ঝাড়খণ্ডের অন্য কোনও ব্যাটসম্যান দু অঙ্কের রান করতে পারেননি।
সদ্য আইপিএল-এ পুণের অধিনায়কত্ব হারিয়েছেন ধোনি। সেই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার শহরেই অসাধারণ ইনিংস খেলে ধোনি বুঝিয়ে দিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি।
ঝাড়খণ্ডের ২৪৩ রানের জবাবে ১৬৫ রানে অলআউট হয়ে গিয়েছে ছত্তীসগঢ়। ফলে প্রথম ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭৮ রানে জয় পেল ঝাড়খণ্ড।
চাপের মুখে অসাধারণ শতরানে ইডেন মাতিয়ে দিলেন ধোনি
Web Desk, ABP Ananda
Updated at:
26 Feb 2017 03:57 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -