কলকাতা: বিজয় হাজারে ট্রফি খেলতে এসে মহাতারকা ভাবমূর্তি ঝেড়ে ফেলে মহেন্দ্র সিংহ ধোনি একেবারে সাধারণ অবতারে আবির্ভূত হয়েছেন। ঝাড়খণ্ড দলের সঙ্গে ট্রেনে চড়ে রাঁচি থেকে কলকাতা এসে চমক দেওয়ার পর এবার কল্যাণীতে হোটেলের বদলে সিএবি অ্যাকাডেমিতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

কল্যাণীতে আগামীকাল সার্ভিসেস এবং ৬ মার্চ জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ঝাড়খণ্ডের খেলা রয়েছে। দলের ম্যানেজার পিএন সিংহ বলেছেন, তাঁরা আজ কল্যাণী যাবেন এবং ম্যাচের পর কলকাতা ফিরবেন। আজ রাতে সিএবি অ্যাকাডেমিতেই থাকবে ধোনি সহ গোটা দল।

ইডেনে গতকালের ম্যাচের পর ধোনিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের প্রবল উন্মাদনা দেখা গিয়েছিল। কল্যাণীতে বিনামূল্যে দু হাজার মানুষকে খেলা দেখার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে সিএবি। ফলে সেখানেও বহু মানুষ ধোনির খেলা দেখার জন্য হাজির থাকবেন বলে মনে করা হচ্ছে। সিএবি-র পক্ষ থেকে বলা হয়েছে, কল্যাণীর অ্যাকাডেমিতে চার তারা হোটেলের সমান সুযোগ-সুবিধা আছে। ফলে ধোনির কোনও অসুবিধা হবে না। তাঁর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।