ধোনি আমাকে টেস্টের মতো ব্যাটিং করতে বলেছিলেন: ভূবনেশ্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Aug 2017 11:54 AM (IST)
পাল্লাকেল: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং বিপর্যয় সামলে ভারতকে জয় এনে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনি ও ভূবনেশ্বর কুমারের যুগলবন্দী। অষ্টম উইকেটে ধোনি-ভূমির অবিচ্ছিন্ন শতরানের পার্টনারশিপ শ্রীলঙ্কার জয়ের আশায় জল ঢেলে দেয়। ভূবি করেন ৫৩ রান। ম্যাচের পর ভূবনেশ্বর বলেছেন, ধোনি তাঁকে টেস্টের মতো ব্যাটিং করতে বলেছিলেন। ম্যাচের পর সাংবাদিকদের ভূবনেশ্বর বলেছেন, যখন ব্যাট করতে নামলাম তখন এমএস টেস্টে যেরকম খেলি সেরকম খেলতে বলল। আমাদের হাতে তখনও প্রচুর ওভার ছিল। তাই এমএস কোনও চাপ না নেওয়ারও পরামর্শ দেয়। আমরা জানতাম, উইকেটে টিকে থাকতে পারলেই ওদেরকে সহজেই হারাতে পারব। ভূবি বলেছেন, আমি জানতাম ওই অবস্থায় আমাদের হারানোর কিছু ছিল না। কারণ, ততক্ষণে সাতটা উইকেট পড়ে গিয়েছে। আমি ভাবছিলাম যে, স্বাভাবিক খেলাটা যেন খেলতে পারি। এমএসকে যতটা সম্ভব সাহায্য করতে হবে। সেটাই আমি করার চেষ্টা করেছি। শ্রীলঙ্কার অফস্পিনার আকিলা ধনঞ্জয় ধস নামান ভারতের টপ অর্ডারে। ৫৪ রানে ছয় উইকেট নেন তিনি। রোহিত শর্মা ও শিখর ধবন শুরুটা ভালো করলেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। ভূবি বলেছেন, রোহিত ও শিখর এতটা চমত্কার শুরু করার পর এই বিপর্যয়টা কিছুটা অবাক করার মতো ছিল। পর পর ৩-৪ টি উইকেট পড়ে যায়।আমাদের পক্ষে তা কিছুটা হলেও আশঙ্কা তৈরি হয়। এই অবস্থায় ৪৭ ওভার পর্যন্ত ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা তিনি করেন বলে জানিয়েছেন ভূবি। বিধ্বংসী ধনঞ্জয়কে তিনি কীভাবে সামলালেন, এই প্রশ্নের উত্তরে ভূবনেশ্বর বলেছেন, ওর বিরুদ্ধে তাঁর একটা পরিকল্পনা ছিল। তাঁর কথায়, ধনঞ্জয় অফস্পিনার। কিন্তু তিনি লেগ স্পিন ও গুগলি বল করছিলেন। এটা আমাদের চমকে দিয়েছিল। আমি শুধু ভেতরে ঢুকে আসা বলগুলো খেলছিলাম। যেগুলি বাইরে বেরিয়ে যাচ্ছিল, সেগুলি নিয়ে মাথা ঘামাইনি। ধনঞ্জয় যে উইকেটগুলি পেয়েছে সবকটাই গুগলিতে। তাই ওর ভেতরে ঢুকে আসা বলগুলিকে মারার চেষ্টা করছিলাম। প্রথটা বুঝতে একটু অসুবিধা হলেও ১০-১৫ টা বল খেলার পর বল কী ধরনের তা বুঝে নিতে পারছিলাম। ভূবনেশ্বরের একদিনের ম্যাচে এটাই প্রথম হাফসেঞ্চুরি। নয় নম্বরে নেমে কোনও ব্যাটসম্যানের এটাই প্রথম সেঞ্চুরি। এ রকম কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পেরে খুশি ভূবনেশ্বর।