দুবাই: আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই এই প্রতিযোগিতার ইতিহাসে দুই সফলতম দলের লড়াই। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আইপিএল শুরুর আগেই নানা সমস্যায় চাপে চেন্নাই। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ধোনির নেতৃত্বের উপরেই আস্থা রাখছেন এই প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় নির্বাচক। তাঁর আশা, সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সঙ্কট থেকে বের করে আনবেন ধোনি।
আইপিএল-এর জন্য চেন্নাইয়ের সদস্যরা দুবাইয়ে পৌঁছনোর পর ১৩ জন করোনা আক্রান্ত হন। তার মধ্যে দুই ক্রিকেটারও ছিলেন। সমস্যা এখানেই শেষ হয়নি। দলের সঙ্গে দুবাই গেলেও, ব্যক্তিগত সমস্যায় দেশে ফিরে আসেন তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তিনি জানিয়ে দেন, এবারের আইপিএল-এ খেলতে পারবেন না। তারকা অফ-স্পিনার হরভজন সিংহ আবার দলে যোগই দেননি। তিনিও জানিয়ে দিয়েছেন, এবারের আইপিএল-এ খেলবেন না।
এ বিষয়ে একটি ইউটিউব শোয়ে শ্রীকান্ত বলেছেন, ‘চেন্নাই সুপার কিংস নিশ্চয়ই রায়নার অভাব অনুভব করবে। একজন খেলোয়াড়, ব্যাটসম্যান হিসেবে ওর অভাব তো অনুভূত হবেই, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ফিল্ডার ও পার্ট-টাইম বোলার হিসেবে ওর অভাব বোঝা যাবে। সহ-অধিনায়ক হিসেবেও অনেক ক্ষেত্রে ধোনিকে সাহায্য করত রায়না। এবার সেটা হবে না। ও দলের সবাইকে উজ্জীবিত করত। এবার সেসব কিছুই হবে না।’
হরভজন প্রসঙ্গে শ্রীকান্ত বলেছেন, ‘হরভজন সিংহেরও অভাব অনুভব করবে সিএসকে। সংযুক্ত আরব আমিরশাহির পিচে বল বেশি ঘুরবে বলে মনে হচ্ছে। ফলে হরভজনের অভিজ্ঞতা মিস করবে সিএসকে। ও সিএসকে-র হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। রায়না ও হরভজন না থাকায় জোড়া ধাক্কা খেয়েছে সিএসকে। এখন সবটাই ধোনির হাতে। ও পরিস্থিতি ভালভাবেই সামাল দেবে বলে আশা করি। এই ধরনের পরিস্থিতিতেও ধোনি ভাল পারফরম্যান্স দেখাবে বলে আমি আশাবাদী। আমার মতে, এটা (মুরলী) বিজয়ের কাছে ভাল সুযোগ। ও ভাল পারফরম্যান্স দেখাতে দৃঢ়প্রতিজ্ঞ। ওর সঙ্গে আমার যখনই দেখা হয়েছে, তখনই ও বলেছে, ভাল করে অনুশীলন চালাচ্ছে এবং সুযোগের অপেক্ষায় আছে।’
এর আগে ভারতীয় দলের প্রাক্তন পেসার অজিত আগরকরও জানিয়েছেন, রায়না-হরভজনের অভাব অনুভব করবে সিএসকে। তবে এই দুই ক্রিকেটারের পরিবর্ত পেয়ে যাবে ধোনির দল। সিএসকে-তে অনেক দক্ষ ক্রিকেটার আছেন।
যতই সমস্যা হোক না কেন, ধোনি সব সামলে দেবেন, আশাবাদী শ্রীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Sep 2020 08:34 PM (IST)
অজিত আগরকরও জানিয়েছেন, রায়না-হরভজনের অভাব অনুভব করবে সিএসকে। তবে এই দুই ক্রিকেটারের পরিবর্ত পেয়ে যাবে ধোনির দল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -