শক্তিপীঠ ডিজিট্যাল নামে ওই ওয়েবসাইটের পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি পোস্টে বলা হয়েছে, ‘করোনা পরিস্থিতিতে পুণ্যার্থীদের সুরক্ষার কথা ভেবে শক্তিপীঠ ডিজিট্যাল অনলাইনে মা দুর্গার বিশেষ পুজোর ব্যবস্থা করেছে। সিংহের পিঠে থাকা মা দুর্গা ভগবান শিবের একটি অংশ বলে মনে করা হয়। তাঁর দশ হাতের মধ্যে আটটি হাতে আটটি আলাদা অস্ত্র। আটটি দিকে নির্দেশ করা তাঁর হাতগুলিতে থাকা অস্ত্রগুলি প্রতীকি। তিনি কীভাবে অসুরের হাত থেকে ভক্তদের রক্ষা করেন এবং তাঁর রোগকে ধ্বংস করার ক্ষমতা আছে, অস্ত্রগুলির মাধ্যমে সেটাই বোঝানো হচ্ছে।’
করোনা সংক্রমণ এড়ানোর জন্য সবাইকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই সময় দুর্গাপুজো উপলক্ষে প্যান্ডেলে ভীড় জমলে সামাজিক দূরত্ববিধি মেনে চলা কঠিন। সেই কারণেই অনলাইনে পুজো দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি।