নয়াদিল্লি: একদিনের ক্রিকেটে তাঁকে দিয়ে ওপেন করানোর সিদ্ধান্ত নিয়ে কেরিয়ারই বদলে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। সদ্য প্রাক্তন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমনই বললেন রোহিত শর্মা। গত কয়েক বছর ধরে ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান বলেছেন, ‘একদিনের ম্যাচে ওপেন করার সিদ্ধান্ত আমার কেরিয়ার বদলে দিয়েছে। ধোনি সেই সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমার ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। আমি খেলাটা আরও ভাল বুঝতে পারছি। পরিস্থিতি অনুযায়ী খেলতে পারছি।’


২০১৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম ওপেন করেন রোহিত। সেই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অসাধারণ পারফরম্যান্স দেখান এই ডানহাতি ব্যাটসম্যান। একমাত্র ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে দুটি দ্বিশতরান করেছেন রোহিত। সর্বোচ্চ স্কোর ২৬৪।

রোহিত বলেছেন, ধোনি তাঁকে বলেছিলেন, তিনি কাট ও পুল শট ভালভাবে খেলতে পারেন। তাই তাঁর ওপেনার হিসেবে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যর্থতার ভয় পাওয়ার দরকার নেই। ধোনির এই ভরসার জন্যই তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স তাঁর প্রতি ধোনির ভরসাকে ঠিক বলে প্রমাণ করে। গত তিন বছরে ধোনি তাঁকে অনেক সাহায্য করেছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে উরুতে চোট পান রোহিত। অস্ত্রোপচারের পর তিনি আট সপ্তাহ রিহ্যাবে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে চাইছেন রোহিত।